ভারতে করোনা আক্রান্ত সাড়ে ১৩ হাজার, মৃত বেড়ে ৪৫২

0
0

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চারশ’।

দ্য হিন্দুর লাইভ আপডেটে বলা হয়, দেশটিতে বর্তমানে করোনা আক্রান্ত ১৩ হাজার ৩৩৯ জন। মারা গেছেন ৪৫২ জন।

বৃহস্পতিবার রাত নয়টায় প্রকাশিত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ-এর (আইসিএমআর) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ২ লাখ ৮৬ হাজার ৭১৪ জন ব্যক্তির ৩ লাখ ২ হাজার ৯৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

কেবল শুক্রবার একদিনে ২৭ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২০৬টি রিপোর্ট পজিটিভ এসেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম-সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, ভারতের অন্তত ৩২৫টি জেলায় এখন করোনা থাবা বসাতে পারেনি। আর করোনা আক্রান্ত ১২ শতাংশ ব্যক্তি ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে করোনার বিস্তার ঠেকাতে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত ‘নো মুভমেন্ট’ নীতি গ্রহণ করেছে সেনাবাহিনী। জওয়ানদের শরীর চর্চা এবং অস্থায়ী নানা দায়িত্ব আগামী ৩ মে পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here