প্রেমের কাছে হার মেনেছে করোনা

0
0

দীর্ঘদিন প্রেম। তারপর বিয়ের জন্য অপেক্ষা। দিনক্ষণ যখন ঠিকঠাক তখন হঠাৎ করেই বাধা হয়ে দাঁড়ায় করোনা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে থাকে। কিন্তু প্রেমিকযুগল হাল ছেড়ে দেওয়ার পাত্র নন। সরাসরি দেখা-সাক্ষাৎ না হলেও নিয়মিত ফোনালাপ হতো তাদের মধ্যে। কিন্তু তাদের এ জন্য আর খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি। অবশেষে তারা বিয়ের পিঁড়িতে বসলেন এবং সামনে তাদের বিবাহোত্তর আয়োজন।

ঘটনাটি চীনের হুবেই প্রদেশের উহান শহরের। প্রেমিকের নাম ইয়াও বিন (২৮) আর প্রেমিকার নাম পেং জিং (২৪)। গত ২০ ফেব্রুয়ারি তাদের বিয়ের দিন ধার্য ছিল। এ দিনটি সে দেশের রেওয়াজ অনুযায়ী একটি শুভ দিন। কারণ এই দিনটিকে জীবনসঙ্গীর সঙ্গে গাঁট বাঁধতে মঙ্গলের প্রতীক হিসাবে মনে করা হয়। কিন্তু হঠাৎ করে সেখানে করোনার ছোবল সবকিছু ওলট-পালট করে দেয়। আটকা পড়ে যায় বিবাহ, জন্মদিনসহ সব ধরনের অনুষ্ঠান। ২৩ জানুয়ারি সেখানে লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু এ সময়েও তাদের মধ্যে চলতো ক্ষুদে বার্তা বিনিময় ও ফোনালাপ।

ছেলেটি কাজ করতেন একটি বিমানবন্দরে। গত মাসের শেষের দিকে যখন পেং এর অফিস পুনরায় খুলে তখন তাদের একবার সরাসরি দেখা হয়। সেসময় ইয়াও তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এটি ছিল আমার জন্য একটি পরম পাওয়া, সে এক অন্যরকম অনুভূতি আমি তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ উহান থেকে লকডাউন প্রত্যাহার হওয়ায় গত শনিবার তারা বিয়ের পিঁড়িতে বসেন। যথারীতি রেজিস্ট্রি করে তাদের বিয়ে সম্পন্ন হয়। সামনের মে মাসে তাদের বিবাহোত্তর আয়োজন।

চীনের ঐ উহান শহর থেকেই প্রথম প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তি হয়। ৫০ হাজারেরও বেশি লোক এতে আক্রান্ত হয়। মারা যায় ২ হাজার ৫৭৯ জন। কিন্তু এই করোনার ছোবল চীন পেরিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ১ হাজার ৮৭৫ জন। আর মারা গেছে ১ লাখ ৩৬ হাজার ১১২ জন।—রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here