কাতার বিশ্বকাপ স্টেডিয়ামের আরও ৩ শ্রমিক করোনায় আক্রান্ত

0
0

ফিফা ২০২২ বিশ্বকাপের জন্য স্বাগতিক কাতারে স্টেডিয়াম নির্মাণকাজে কর্মরত শ্রমিকদের আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার আয়োজকেরা জানিয়েছেন, এই নিয়ে স্টেডিয়াম নির্মাণকাজে জড়িতদের আটজন প্রাণঘাতী কভিড-১৯ এ আক্রান্ত হলেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, আরব উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৭জন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে কাতারে আগেই বন্ধ করা হয় মসজিদ, পার্ক, রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ সমাবেশস্থল। এই সংকটের মাঝেও বিশ্বকাপ স্টেডিয়াম ও অন্যান্য অবকাঠামো নির্মাণকাজে চালু রাখে কাতার। এসব কাজে জড়িত শ্রমিকদের প্রথম করোনায় আক্রান্তের খবর আসে বুধবার।

করোনায় আক্রান্ত নির্মাণ শ্রমিকদের সবাইকে বেতন দেওয়া অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক তাদের ফ্রি চিকিৎসাও দেওয়া হবে।

২০২২ সালের নভেম্বরে-ডিসেম্বরে মোট আটটি ভেন্যুতে কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। চলমান করোনাভাইরাস সংকট এই সূচিতে কোনো প্রভাব ফেলবে না বলেও বিশ্বাস আয়োজক দেশটির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here