নারায়ণগঞ্জের এক গাইনি চিকিৎসকের মা (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১৫ এপ্রিল) রাতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১৬ জনে দাঁড়ালো।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই নারী আগে থেকে কিডনি রোগসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করানো হতো। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তিনি ডায়ালাইসিস করাতে পারছিলেন না। পরে বুধবার রাত ৯টার দিকে ওই হাসপাতাল থেকে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।