মার্কিন পণ্ডিত নোয়াম চমস্কি বলেছেন, ট্রাম্প জিতলে তা হবে অবর্ণনীয় বিপর্যয়। কেননা, তাতে মার্কিন জনগণ এবং বিশ্বের কাছে গত চার বছরের চরম ধ্বংসাত্মক নীতিগুলো অব্যাহত থাকবে এবং সম্ভবত আরও ত্বরান্বিত হবে। যেটা স্বাস্থ্যের জন্য আরও খারাপ অবস্থা হবে।
মার্কিন নিউজ প্রোগ্রাম ডেমোক্রেসি নাউর এক সাক্ষাৎকারে ৯১ বছর বয়সী তাত্ত্বিক, শিক্ষাবিদ, দার্শনিক, সমাজ সমালোচক, রাজনীতি বিশ্লেষক ও বুদ্ধিজীবী নোয়াম চমস্কি এ কথা বলেন।
তিনি বলেন, আজ যে বিষয় নিয়ে কেউ কথা বলছে না, সেই পরিবেশ বিপর্যয় বা পারমাণবিক যুদ্ধের হুমকি জন্য এটা মারাত্মক হয়ে দাঁড়াবে। আর জো বাইডেন নির্বাচিত হলে প্রত্যাশা থাকবে অন্তত বারাক ওবামার ধারাবাহিকতা রক্ষা হবে। এটা খুব দুর্দান্ত কিছু না হলেও সম্পূর্ণ ধ্বংসাত্মক হবে না। মানুষকে চাপে ফেলার পরিবর্তে তাদের একত্র করার একটি সুযোগ সৃষ্টি হবে।
ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান দলের সমালোচনা করে চমস্কি বলেন, মার্কিন সিস্টেমের গভীরে অনেক সমস্যা আছে। তিনি এটাকে আরও খারাপ করে তুলেছেন। সমস্যা আরও গভীরতর হয়েছে। যেমন উদাহরণ হিসেবে ভেন্টিলেটর বিপর্যয়ের কথা বলা যায়। ট্রাম্পের মেয়াদজুড়ে ডুমসডে ক্লকের কাঁটা মধ্যরাতের সবচেয়ে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ডুমসডে ক্লক পৃথিবীর শেষ দিনের প্রতীকী ঘড়ি। আমাদের দেহকে ঘিরে ঘনিয়ে ওঠা নানা বিপদের মাত্রা অনুযায়ী চলাফেরা করে এই ডুমসডে ব্লকের কাঁটা। এ বছরের জানুয়ারিতে তা একটি সীমা পার করে যায়। রিপাবলিকান পার্টি এখন দানব পার্টি হয়ে গেছে। তাদের মধ্যে রাজনৈতিক কোনো গুণাবলি নেই। তাদের প্রভু যেটা বলে, সেটাই কেবল তারা প্রতিধ্বনি করে। তাদের স্বচ্ছতা শূন্যের কোঠায়। এটা দেখতে মজা লাগে। তাঁর চারপাশে ঘেরা স্তবকের দল, যারা শুধু তাঁর কথাই পুনরাবৃত্তি করে এবং তাঁর তোষামোদে ব্যস্ত থাকে। অন্যদিকে, বাইডেন প্রেসিডেন্ট হলে যদি খুব বেশি সহানুভূতিশীল প্রশাসন না হয়, তবু তাঁর কাছে পৌঁছানো যেতে পারে। তাঁকে চাপ দেওয়া যেতে পারে। যেটা বেশি গুরুত্বপূর্ণ।
চমস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্র একমাত্র দেশ, যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তথ্য দেয় না। কারণ তারা মনে করে, এটি ঠিকমতো কাজ করে না। এর পেছনে কাহিনি আছে। তথ্য দিলে কলঙ্কজনক হেলথকেয়ার সিস্টেমের চিত্রটা সামনে চলে আসবে। এমন কিছুর জন্য তারা সহজভাবে প্রস্তুত নয়। এটাকে সম্ভাব্য যতটা খারাপ করা যায়, তারা সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে। গত চার বছরের মেয়াদকালে ট্রাম্প সরকারের স্বাস্থ্য–সম্পর্কিত সমস্ত বিষয় বাতিল করেছেন। এর বিপরীতে পেন্টাগনকে আরও বড় করে তুলেছেন। আরও শক্তিশালী দেয়াল গড়েছেন। কিন্তু সাধারণ মানুষের কাজে লাগে যেসব বিষয় যেমন—স্বাস্থ্য খাত তা বঞ্চিত হয়েছে।
চমস্কি বলেন, ট্রাম্পের মেয়াদের আগেও মহামারির আতঙ্ক ছিল। তার প্রতিক্রিয়া ছিল এর প্রস্তুতি যথাসম্ভব পিছিয়ে দেওয়া। করোনাভাইরাস মহামারির শুরুর পরেও তার কাছে এটি পাত্তা পায়নি। ১০ ফেব্রুয়ারি সমস্যা যখন মারাত্মক ছিল, ট্রাম্প তখন বাজেট নিয়ে ব্যস্ত। বাজেটে স্বাস্থ্য সংস্থাগুলোতে বাজেট কমানো হয়েছিল। বাজেট বাড়ানো হয়েছিল জীবাশ্ম জ্বালানির বিষয়টি। ট্রাম্পের একগুঁয়েমিতে মহামারি মোকাবিলা বা পরিবেশ বিপর্যয় রোধের প্রয়াস ব্যর্থ হয়েছে বারবার। অন্যান্য দেশের কাছেও তথ্য গোপন ছিল না। মানে যারা আগে ব্যবস্থা নিয়েছে, তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে। ট্রাম্প মরিয়া হয়ে এখন এমন কিছু বলির পাঠা খুঁজছেন, যাকে তিনি তাঁর বিস্ময়কর ব্যর্থতা ও অক্ষমতার জন্য দোষ দিতে পারেন। সাম্প্রতিক তার উদাহরণ হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনকে বাঁশ দেওয়া। কিন্তু এর জন্য অন্য কেউ দায়ী নয়।
এসময় ব্রাজিলের প্রেসিডেন্টের সমালোচনা করে চমস্কি বলেন, ট্রাম্পের কিছু চ্যালাও আছে। গোলার্ধের দক্ষিণ অংশে তাকালে আরেক উন্মাদ দেখতে পাব। ব্রাজিলের প্রেসিডেন্ট “ট্রপিকালের ট্রাম্প” বলে পরিচিত জাইর বোলসোনারো। কে গ্রহের সবচেয়ে খারাপ অপরাধী হতে পারে, তা দেখার জন্য ট্রাম্পকে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন। ব্রাজিলিয়ানদের তিনি বলছেন, “এটা কিছুই না। নেহাত ঠান্ডা। ব্রাজিলিয়ানদের ভাইরাসে ধরে না। আমরা এর প্রতিরোধক্ষম।” তাঁর স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা যেখানে বলছেন, “এটি মারাত্মক”।
প্রসঙ্গত, করোনাভাইরাসে প্রতি ৪৭ সেকেন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন করে মারা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ৫০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ২৮৫২৯ জন এবং আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ৮৯ জন। আর ৪৮ হাজার ৭০১ জন সুস্থ হয়ে উঠেছেন।
শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৮৬ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৬৪৮ জন। নিউ জার্সি শহরে মৃত্যু হয়েছে ৩১৫৬ জনের। ম্যাসাসুসেটসে মৃত্যু হয়েছে ১১০৮ জনের। মিশিগানে মৃত্যু হয়েছে ১৯২১ জনের। এছাড়া লুসিয়ানায় মৃত্যুর সংখ্যা এক হাজার ১০৩ জন। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০ এর কম।