রাণের দাবিতে মানবন্ধনে বাধা, সংঘর্ষ

0
0

দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহসড়ক এরশাদ নগর মোড়ে ত্রাণের দাবিতে কর্মহীন ও দরিদ্রদের মানবন্ধনে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের আনুমানিক দুই শতাধিক ব্যক্তি সড়কের দুই পাশে মানববন্ধনের আয়োজন করে। সড়কের পাশেই স্বেচ্ছায় লকডাউনে থাকা এরশাদ নগরের বাসিন্দারা মানববন্ধন আয়োজনকারীদের সরে যেতে বলে। এতে উভয়পক্ষে সংঘর্ষ বাধে।

জানা যায়, দুপক্ষে প্রায় ২০ মিনিটি পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ঝাউপাড়া গ্রামের তোরাব উদ্দিন (২৫), সোহাগ (১৯) ও হাবিবসহ (২১) অন্তত ছয়/সাজন আহত হন।

এদের মধ্যে মাথায় গুরুতর আহত তোরাব উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক।

পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের মোনায়েম সরকার অভিযোগ করেন, ইউপি মেম্বার বৃহস্পতিবার রাতের আঁধারে ২৭ ব্যক্তিকে ১০ কেজি করে চাল বিতরণ করেন। যাদের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে তাদের মধ্যে বেশ কিছু লোক স্বচ্ছল।

অথচ এ গ্রামে এখনও অসংখ্য দরিদ্র আছে। তারা কোনো ত্রাণ সুবিধা পাচ্ছে না। তাই আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত মানববন্ধনের আয়োজন করি।

এ বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলা ত্রাণ কার্যালয় থেকে ২৭ জনকে ত্রাণ দিতে বলেছে। অপ্রতুল হওয়ায় অনেকেই বঞ্চিত হয়েছে।

পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম ফারুক জানান, বৃহস্পতিবার রাতে ওই ওয়ার্ডের ২৭ ব্যক্তিকে ত্রাণ দেয়া হয়েছে। বরাদ্দ কম থাকায় বিপুল সংখ্যক মানুষকে ত্রাণ দেওয়া সম্ভব হয়নি।

পার্বতীপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল ইসলাম বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২৫ টন চাল দেওয়া হয়েছে পৌরসভাসহ ১০ ইউনিয়নে বিতরণের জন্য। অপ্রতুল হওয়ায় সব পর্যায়ের লোকজন আপাতত নাও পেতে পারেন। তবে পর্যায়ক্রমে বঞ্চিতরা ত্রাণ পাবে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, সংঘর্ষ এলাকায় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here