কুমিল্লা লকডাউন

0
0

করোনায় সংক্রামণ রোধে কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে প্রশাসন। সেই সঙ্গে এই জেলা থেকে প্রবেশ ও বের হওয়া দুইটাই নিষিদ্ধ করা হয়। শুক্রবার দুপুর আড়াইটায় কুমিল্লা জেলা লকডাউন ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে তিনি জানান, করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধ জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লাকে লকডাউনের ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌ পথে অন্য কোন জেলা থেকে কেউ এ কুমিল্লায় প্রবেশ করতে পারবেন না। সেই সাথে অন্য জেলায়ও কেউ যেতে পারবে না। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সব সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে।
উল্লেখ্য, এই পর্যন্ত ঢাকায় করোনা আক্রান্ত হয়ে কুমিল্লার দুটি উপজেলায় তিন জন আক্রান্ত হয়েছে।
লকডাউন করা হয়েছে একাধিক বাড়ি। এছাড়াও কুমিল্লার ১ ব্যক্তি ঢাকায় অবস্থানরত অবস্থায় মারা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here