‘রোনালদোর জন্য রিয়ালের দরজা সবসময় খোলা’

0
0

ক্রিস্টিয়ানো রোনালদো আবার রিয়াল মাদ্রিদে ফিরে আসলে সেটা বিস্ময়ের কিছু হবে না বলে জানিয়েছেন জাতীয় দলে তার সতীর্থ হোসে ফন্তে। তার মতে, পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের জন্য ‘রিয়ালের দরজা সবসময় খোলা’।

রিয়ালের হয়ে নয় বছরের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে ইতি টেনে ২০১৮ সালের গ্রীষ্মকালীন দল-বদলে ইতালির ক্লাব জুভেন্তাসে পাড়ি জমান রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসের হয়ে দ্যুতি ছড়ানো তারকা এই ফরোয়ার্ড সাফল্য পাচ্ছেন নতুন ঠিকানায়ও।

জুভেন্তাসের সঙ্গে রোনালদোর চূক্তি ২০২২ পর্যন্ত। এই চুক্তি শেষে তার বয়স দাঁড়াবে ৩৭। কিন্তু বয়সটা তারকা এই ফুটবলারের কাছে নিছক একটা সংখ্যা। তার পারফরম্যান্স ও গোল সংখ্যা তাই বলে!

জুভেন্তাসের সঙ্গে চুক্তিতে অবশ্য শর্ত আছে যে, রোনালদো চাইলেই তুরিনের ক্লাবটি ছাড়তে পারবে। ফন্তের মতে, আবার রিয়ালেই ফিরে আসতে পারেন পর্তুগাল দলে তার প্রিয় সতীর্থ রোনালদো।

২০১৬ সালে পর্তুগালের ইউরো জেতা দলের সেন্টার-ব্যাক ফন্তে বলেন, “আমি জানি, সে (রোনালদো) রিয়াল মাদ্রিদকে ভালোবাসে। এটা নিশ্চিত।”

“এটা পরিষ্কার যে, সে এই ক্লাবটাকে ভালোবাসে। কেননা এটা বিশ্বের অন্যতম বড় ক্লাব। ওখানে সে তার অনেক বন্ধু-বান্ধব রেখে গেছে। ক্লাবটির দরজা তার জন্য সবসময় খোলা। তাই রিয়াল মাদ্রিদে সে ফিরে আসলে আমি বিস্মিত হবো না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here