মৌলভীবাজারের সাবেক এমপি হুসনে আরা ওয়াহিদ মারা গেছেন

0
0

মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুসনে আরা ওয়াহিদ মারা গেছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার-২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি হাসপাতালে নিয়মিত ডায়ালসিস করাতেন বলে জানা গেছে।

হোসনে আরা ওয়াহিদ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদের সহধর্মীনি ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

হোসনে আরা ওয়াহিদ ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনে আ’লীগ দলীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময় মাধ্যমিক স্কুলের শিক্ষক হুসনে আরা ওয়াহিদ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ছিলেন। ১৯৮৩-১৯৯৬ সাল পর্যন্ত পাথফাইন্ডার নামের একটি বিদেশি এনজিও সংস্থার প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেন তিনি। মৌলভীবাজার প্রেসক্লাবের আজীবন সদস্য এই গুণী নারী জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সভায় যোগদান করেন।

পারিবারিক সূত্র জানায় সোমবার মাগরিবের নামাজের পর জেলা শহরের শাহ মোস্তফা ঈদগাহ ময়দানে জানাযা শেষে শাহ মোস্তফা (র.) এর মাজার প্রাঙ্গনে দাফন করা হয়। তার গ্রামের বাড়ি সদর উপজেলার ঘোড়াখাল গ্রামের হাজারী বাড়ি। তিনি স্বপরিবারে শহরের টিবি হাসপাতাল সড়কে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here