বেনাপোলে ভারতফেরত ৪৯ জন কোয়ারেন্টাইনে

0
0

ভারতে আটকে পড়া ৪৯ জনকে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ সকালে তারা পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করে।

ভারতফেরত বাংলাদেশিরা জানান, চিকিৎসা ও বেড়ানোর জন্য তারা বেশ কিছুদিন আগে ভারতে যায়। তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় ভারতীয় চেকপোস্ট পর্যন্ত পৌঁছে দেয়া হয়।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সন্ধ্যা পর্যন্ত ৫৪ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করে। এদের মধ্যে ক্যান্সার আক্রান্ত রোগী এবং গর্ভবতী নারী রয়েছে। ক্যান্সার আক্রান্ত রোগীসহ ৫ জন মহিলাবাদে, বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, ভারত ফেরত ৪৯ জন বাংলাদেশির স্বাস্থ্য পরীক্ষা করে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। তবে প্রত্যেকের আলাদা আলাদা নমুনা সংগ্রহ করে অধিকতর নিশ্চিত হবার জন্য ঢাকায় পাঠানো হবে। মহিলাসহ ৫ জন সম্পূর্ণ সুস্থ থাকায় তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here