করোনাভাইরাস: এক লাখ টাকা অনুদান দিলেন খালেদা জিয়া

0
0

করেনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শ্রমজীবী ও কর্মহীন মানুষের সাহায্যার্থে গঠিত সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ‘খাদ্য ফান্ডে’ এক লাখ টাকা অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. এনামুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে এ অনুদানের টাকা হস্তান্তর করেন।

এ সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এ সংকটে সিলেট সিটি করপোরেশনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক ছুটির কারণে নিম্নআয়ের শ্রমজীবী কয়েক লাখ মানুষ খাদ্য সংকটে পড়েছেন।

নিম্নআয়ের মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে উল্লেখ করে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সিটি করপোরেশনের উদ্যোগে গঠিত ‘খাদ্য ফান্ডে’ সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তিবর্গের অনুদান অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিক নির্দেশনা অনুসারে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত সামাজিক দূরত্ব মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান সিসিক মেয়র। স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণের প্রতিও গুরুত্ব দেন তিনি।

খালেদা জিয়ার আরেক উপদেষ্টা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক তার ব্যক্তিগত পক্ষ থেকে সিসিকের খাদ্য ফান্ডে ১ লাখ টাকা অনুদান দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here