বাংলাদেশ সফরের সম্ভাবনা দেখছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক

0
0

করোনাভাইরাসের কারণে এলোমেলো বিশ্ব ক্রীড়াঙ্গন। প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাবে আসছে জুনে বাংলাদেশ সফরের সম্ভাবনাও শেষ দেখছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন।

চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় জুনে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। বর্তমান পরিস্থিতিতে এই সফরের আর কোনো সম্ভাবনা দেখছেন না পেইন।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ২৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ কম খেলে ৩৬০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ভারত। বাংলাদেশের বিপক্ষে খেলা হলে ম্যাচ দুটি জিতে শীর্ষে চলে আসতে পারত অজি দল।

সফরটা নিজেদের জন্য খুব গুরুত্বপূর্ণ হলেও সেটার এতটুকু সম্ভাবনাও দেখছেন না পেইন। ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেন, “জুনে বাংলাদেশ সফরের তেমন কোনো সম্ভাবনা নেই- এটা বলার জন্য আইনস্টাইন হতে হয় না।”

“এটা বাতিল হবে, নাকি পেছানো হবে এ ব্যাপারে এই মুহূর্তে আমরা নিশ্চিত নই। এই সফরে দুইটা টেস্ট ম্যাচ। দিন শেষে ম্যাচ দুটির জন্য যদি আমাদের পস্তাতে হয় তাহলে তাই হবে।”

করোনাভাইরাসের কারণে খেলোয়াড়দের বেতন-ভাতায়ও বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। এই সংকটকালে আলোচনা সাপেক্ষে ইউরোপের ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের কম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও তেমনটা করতে পারে বলে সংবাদমাধ্যমে খবর।

বিষয়টা যৌক্তিকভাবেই দেখছেন পেইন, “আগামী সপ্তাহের দিকে এটা নিয়ে আলোচনা শুরু হতে পারে। ব্যাপারগুলো যদি ফুটবল ও অন্যান্য খেলার মতো হয় তাহলে আমাদের সেটাই করতে হবে। যাতে খেলাটা টিকে থাকে। সামনের বছরগুলোতে সুরক্ষিত থাকে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here