লকডাউনে মদের দোকান খোলা রাখার অনুরোধ ঋষি কাপুরের

0
0

করোনা মোকাবিলায় ভারতজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে টুইটারে বৈধ মদের দোকান খোলার আর্জি জানিয়ে সমালোচনার মুখে ঋষি কাপুর।

লকডাউন বৈধ মদের দোকান বন্ধে খানিকটা বিরক্ত হয়ে টুইট করেছেন প্রবীণ অভিনেতা ঋষি কাপুর।

টুইটে অভিনেতা লিখেছেন, একবার ভাবুন, আমার মনে হয়, সরকারের অন্তত সন্ধ্যার সময় বৈধ মদের দোকানগুলো খোলা রাখার অনুমতি দেওয়া উচিত। আমার কথাটা ভুলভাবে নেবেন না। এই অনিশ্চিত পরিস্থিতিতে অনেক পুরুষই অবসাদের মধ্যে দিন কাটচ্ছেন। পুলিশ, চিকিৎসক, সাধারণ নাগরিক, সকলেরই কিছুটা মানসিক শান্তির তো প্রয়োজন। আর তাছারা এতে অবৈধভাবে তো মদ বিক্রি হচ্ছেই।

আরও একটি টুইটে ঋষি কাপুর বলেন, এছাড়া রাজ্য সরকারেরও তো কিছু শুল্কে পাবে এটা থেকে। টাকারও তো দরকার রয়েছে। এই পরাজয় যেন অবসাদের কারণ না হয়ে ওঠে। লোকে তো সেই বেআইনিভাবে খাচ্ছে, সেটা আইনসম্মত করে দিলেই হয়। যদিও এটা আমার মত।

ঋষি কাপুরের এ ধরনের কথাবার্তা পাগলের প্রলাব বলছেন অনেকে। কেউ আবার বলছেন,’একজন দায়িত্ববান নাগরিক হিসাবে আপনার উচিত, কেউ বেআইনিভাবে মদ কিনলে বা বিক্রি করলে পুলিশে খবর দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here