ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক সেই যোগি এখন পুলিশ!

0
27

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর নায়ক যোগিন্দর এখন হরিয়ানা পুলিশের ডিএসপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

করোনাভাইরাস মোকাবেলায় ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক যোগিকে নিয়ে টুইট করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

শনিবার আইসিসির টুইটবার্তায় বলা হয়, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কারিগর ২০২০ সালে বিশ্বের প্রকৃত বীর। ক্রিকেট পরবর্তী জীবনে পুলিশ অফিসার হিসেবে করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন তিনি।

সেবার ফাইনাল ম্যাচের শেষ বলের কথা আজীবন মনে থাকবে বিশ্বের সব ক্রিকেটপ্রেমীর। যেখানে বাজিমাত করেন যোগি। পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক ক্রিজ আঁকড়ে ছিলেন। তবে সেই ঐতিহাসিক বলে আউট হয়ে যান তিনি। এতে ৫ রানে জিতে শিরোপা ঘরে নিয়ে আসেন ধোনি বাহিনী।

প্রসঙ্গত, গোটা ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১০২৪। মারা গেছেন ২৪ জন। দেশটিতে
সবচেয়ে বেশি ১৮৬ জন আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে রোববার প্রাণঘাতী এ ভাইরাসে ১ নারীর মৃত্যু হয়েছে। এ প্রদেশে আরো ৬ জন প্রাণ হারিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here