কঠিন সিদ্ধান্তের জন্য ক্ষমা প্রার্থী: মোদি

0
0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তবে তিনি বলেছেন, যা কিছু করেছি তা সবাইকে রক্ষার জন্য। প্রধানমন্ত্রী জানান, যারা লকডাউন মানছেন না, তারা নিজের জীবনকেই হুমকির মুখে ফেলছেন। গতকাল সাপ্তাহিক ‘মন কি বাত’-এ এসব কথা বলেন প্রধানমন্ত্রী মোদি।

তিন সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে আছে ভারত। লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে লকডাউন মেনে চলার প্রয়োজনীয়তার কথা সকলকে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, ‘লোকেরা হয়তো ভাবছেন আমি কেমন ধরনের প্রধানমন্ত্রী। কিন্তু লকডাউন আমাদের সামনে থাকা একমাত্র সমাধান। অনেকেই লকডাউন লঙ্ঘন করছেন। এটা দুঃখজনক। সারা বিশ্বেই এমন ভুল করে চলেছেন বহু মানুষ’।

গত মঙ্গলবার দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই বড় শহরে কাজ করতে আসা ভিন রাজ্যের শ্রমিকরা প্রবল অসুবিধায় পড়েন। -এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here