ঘরে তালাবদ্ধ করে এক পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা

0
0

গোপালগঞ্জে মধ্যযুগীয় কায়দায় পূর্বশত্রুতার জের ধরে একটি পরিবারকে পরিকল্পিতভাবে পুড়িয়ে হত্যা চেষ্টা করেছে দুর্বত্তরা।

শনিবার গভীর রাতে সদর উপজেলার আন্ধারকোঠা গ্রামের ইব্রাহীম ফকিরের বসতঘরের চারপাশে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে এ হত্যা চেষ্টা করা হয় বলে জানা যায়।

খবর পেয়ে রোববার সকালে গোপালগঞ্জের বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী ইব্রাহীম ফকির (৫৫) জানান, ওইদিন গভীর রাতে বৃদ্ধা মা, স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। ওইসময় ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা তার ছেলে এসএসসি পরীক্ষার্থী বাদল ফকির আগুনের তাপ টের পেয়ে চিৎকার করতে থাকে।

চিৎকার শুনে তিনি ঘুম থেকে দ্রুত ওঠে ঘরের দরজা খুলতে চেষ্টা করেন। কিন্তু বাহির থেকে দরজায় তালা লাগানো থাকায় তিনি তা খুলতে পারেননি।

এ সময় আগুনের লেলিহান শিখা বসতঘরের বেড়াসহ চারিদিকে ছড়িয়ে পড়লে তিনি ঘরের পশ্চিম পাশের দরজা খুলে পরিবারের সদস্যদের নিয়ে কোনোরকমে বের হয়ে আসেন এবং প্রাণে রক্ষা পান। পরে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভাতে সক্ষম হয়।

তিনি অভিযোগ করে বলেন, রাজনীতি ও স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে উলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার রইসুল ইসলাম মিনারের (রইস মিনার) সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এক বছর আগে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার সমাবেশে লোকজন নেয়াকে কেন্দ্র করে ওই দ্বন্দ্ব চরম আকার ধারণ করে।

এরপর থেকে বিভিন্ন সময় তাকে হুমকিও দেয়া হয়। কয়েকদিন ধরে গভীর রাতে আন্ধাকোঠা এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়। তার সন্দেহ রইচ মেম্বারের লোকজন পরিকল্পিতভাবে তাকে পরিবারসহ আগুনে পুড়িয়ে হত্যার উদ্যেশে এ ঘটনা ঘটিয়েছে।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সরেজমিন ইব্রাহীম ফকিরের বাড়িতে পরিদর্শনে গিয়ে বসতবাড়ির চারপাশে কেরোসিন লাগানো টুকরো কাপড় পাওয়া যায় এবং বৈদ্যুতিক মিটারটিও আগুন পোড়া অবস্থায় দেখা যায়।

উলপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, মানুষ শ্মশানে নিয়ে পোড়ায়। এরা গোটা বাড়িটিকে শ্মশান বানাতে চেয়েছিল। এ জঘন্য অপরাধের শাস্তি দাবি করেন তিনি।

উলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার রইসুল ইসলাম মিনা বলেন, ইব্রাহীম ফকিরের সঙ্গে আমার কোনো শত্রু তা নেই। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান বাবুল সম্পর্কে ইব্রাহীমের ফুফাতো ভাই। আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। এজন্য ইব্রাহীম ফকিরকে দিয়ে চেয়ারম্যান আমার নামে এসব অভিযোগ করাচ্ছেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

উলপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল বলেন, কয়েকদিন ধরে আন্ধারকোঠা এলাকায় নানান ধরনের অপরাধ হচ্ছে। বহিরাগতদের আড্ডা বেড়ে গেছে। গভীর রাত পর্যন্ত এসব আড্ডা চলে। ইব্রাহীম ফকিরকে সপরিবারে পুড়িয়ে হত্যার ষড়যন্ত্রের ঘটনা তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ বলেন, ইব্রাহীম ফকিরের বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগের করেছে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে
তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here