করোনায় যুক্তরাষ্ট্রে প্রথম শিশুর মৃত্যু

0
0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দেশটির ইলিনয় অঙ্গরাজ্যে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এক সংবাদ সম্মেলনে রাজ্যটির গভর্নর জে বি প্রিৎজকার জানান, কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। খবর এনডিটিভির।

ইলিনয়ের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিকাগোতে মৃত শিশুটির বয়স এক বছরের কম। মৃত্যুর আগেই তার শরীরে কোভিড-১৯ ধরা পড়েছিল।

এক বিবৃতিতে জনস্বাস্থ্য বিভাগের পরিচালক এনগোজি এজিক বলেছেন, এর আগে কখনো কোভিড-১৯ এ কোনো শিশুর মৃত্যু হয়নি। মৃত্যুর কারণ বের করতে পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত জনবহুল রাজ্য নিউইয়র্ক ও নিউ জার্সি।

গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে করোনায় আক্রান্ত ১৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘করোনাভাইরাসের ভয়াবহতা ঠেকাতে শিগগিরই নিউইয়র্ককে ১৪ দিনের কোয়ারেন্টিনে (লকডাউন) নেয়া হবে।’

দেশটিতে করোনা রোগীর সংখ্যা চীনকে ছাপিয়ে যাওয়ার পর স্থানীয় সময় শনিবার এমন সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here