নভেল করোনাভাইরাসের কারণে মার্চ মাস শেষ হওয়ার আগেই বিশ্ব অর্থনীতিতে মন্দা শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিলিনা জর্জিয়েভা।
অনলাইন প্রেস ব্রিফিংয়ে শুক্রবার তিনি বলেন, ‘বৈশ্বিক অর্থনীতিতে মন্দা শুরু হওয়ার বিষয়টি একদম পরিষ্কার। ২০০৯ সালে যে অর্থনৈতিক দুরবস্থার সৃষ্টি হয়েছিল এটি তার চেয়ে ভয়াবহ হবে।’
ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোকে রক্ষার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক তহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
এই চেষ্টা যথেষ্ট নয় বলে বিশ্ববাসীকে সতর্ক করে জর্জিয়েভা বলেন, ‘আমরা জানি এই তহবিল সবার জন্য যথেষ্ট নয়। এই বিপদ মোকাবিলা করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে।’
বুলগেরিয়ার সোফিয়ার কার্ল মার্কস হাইয়ার ইনস্টিটিউট অব ইকোনমিক্সে রাজনৈতিক অর্থনীতি ও সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা জর্জিয়েভা জানান, মন্দার পাশাপাশি বেকারত্ব সমস্যাও বাড়তে শুরু করেছে। ৮০টির বেশি দেশে আড়াই কোটির মতো মানুষ চলতি বছর বেকার হবেন বলে শঙ্কা তার।