বিশ্বজুড়ে মহামারি আকারে করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইন্টারনেটে ‘বিভ্রান্তিকর’ কিংবা ‘অসত্য তথ্য’ শেয়ার করলে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে সরকার।
শনিবার এক তথ্যবিবরণীতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী সাধারণ ছুটি চলাকালে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা অন্য কোনোভাবে গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো না হয়, সেদিকে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
সরকারি সূত্র বা পরীক্ষিত মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম থেকে প্রাপ্ত বিভ্রান্তিকর তথ্য শেয়ার বা প্রচার করলে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গুজব সম্পর্কে সচেতন থেকে অন্যকেও এ বিষয়ে সতর্ক করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে গুজব মোকাবিলায় ৯৯৯ নম্বর বা তথ্য অধিদপ্তরের ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮ নম্বরে ফোন করে এবং piddhaka@gmail.com ইমেইল করে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে