বিডি নিউজ লাইভ এর এডিটর ইন চিফ নিউইর্য়ক প্রবাসী মির্জা হুদা সোহাগ করোনা ভাইরাসে আক্রান্ত, সকলের দোয়া প্রার্থী

0
0

বিশ্বব্যাপি বর্তমান সময়ে “করোনা” ভাইরাস বা “কোভিড১৯” নামে যে এক ভাইরাসের আতংক বিরাজমান সেই ভাইরাসের সাথে জীবন মরন যুদ্ধ করে চলেছেন নিউইর্য়ক প্রবাসী মির্জা হুদা সোহাগ, তিনি বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্ক সিটির এলমহাস্ট হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। বন্ধুপ্রতীম ও পরোপকারী ব্যাক্তি হিসাবে তিনি দেশে ও বিদেশে সকলের কাছে পরিচিত। তিনি যশোর এর সন্তান। এসএসসি ১৯৯১ “নতুন খয়েরতলা মাধ্যমিক স্কুল যশোর” এবং এইচএসসি ১৯৯৩ “ক্যান্টনমেন্ট কলেজ যশোর” থেকে পাস করেন।পরবর্তীতে গ্র‍্যাজুয়েশন শেষ করে তিনি আমেরিকায় চলে যান এবং সেখানে স্ত্রী,কন্যা ও পুত্র নিয়ে বসবাস করেন। মির্জা হুদা সোহাগ নিউইয়র্ক থেকে প্রকাশিত একমাত্র দৈনিক বাংলা সংবাদ মাধ্যম “বিডিনিউজ.লাইভ ” এর এডিটর ইন চিফ, এ ছাড়া তিনি ” আ্যড এন্ড টেক” নামে একটা সফটওয়্যার কোম্পানির ও কর্নধার।

গত ২৫ মার্চ তার অবস্থার অবনতি হলে ডাক্তাররা জরুরী ভিত্তিতে তার ভেন্টিলেশন ও কিডনি ডায়ালাইসিস এর ব্যবস্থা করেন। মির্জা হুদার রোগ মুক্তি কামনা করে দেশে তার স্কুল ও কলেজের বন্ধুরা প্রতিনিয়ত দোয়া ও পবিত্র কুরআন পাঠ করে চলেছেন।
সোহাগ এর সুস্থতা কামনা করে তার পরিবার ও বন্ধুদের পক্ষ থেকে সকলের কাছে দোয়া করার আবেদন জানানো হয়েছে।

Fahmida Aktar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here