গৃহবন্দি

0
0

করোনা ভাইরাসে থমকে গেছে বিশ্ব। শত কোটি মানুষ আজ গৃহবন্দি। ঢালিউড অভিনেত্রী শাহনূরও বন্দি হয়ে আছেন রাজধানীর মগবাজারের বাসাতে। এ অভিনেত্রী সবসময়ই সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই দু:সময়েও ঘর থেকে বের হতে পারছেন না বলে তিনি খুব দু:খ প্রকাশ করছেন। তবে গৃহবন্দি থেকেও সমাজের সেবায় কিছু করার চেষ্টা করছেন।

এ প্রসঙ্গে শাহনূর বলেন, আমি একজন রোটারিয়ান। আমাদের ঢাকা সানশাইন রোটারি ক্লাব থেকে ১০০০ মাস্ক ১০০০ হ্যান্ড স্যানিটাইজার এবং ৩০০ পি পি ই ডক্টর, নার্সদের দেওয়া হচ্ছে।
এছাড়া আমাদের পক্ষ থেকে চাল, ডাল, তেল, সাবান এগুলো নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে। যারা স্বেচ্ছাসেবক আছেন তারা এই কাজগুলো করছেন। আমি অনেক আগেই বাসার কাজের বুয়াকে তার বেতন দিয়ে ছুটি দিয়ে দিয়েছি এবং আমার আশেপাশে যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদেরকে বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি যেন তারা খাবার কিনে খেতে পারে।

আগে তো কাজের ব্যস্ততায় বাসার মানুষদের সময় দিতে পারতাম না। কিন্তু এখন পুরো সময়টাই আমি পরিবারকে দিচ্ছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি। অনেক দোয়া দুরূদ পড়ছি। মনীষীদের বই পড়ছি। গান শুনছি, আমার পুরাতন অনেক মুভি আছে যেগুলো অনেক সময় দেখা হয়নি সেগুলো দেখছি। বাসায় থাকতে আমি একটুও বোর ফিল করছি না। আমি সবাইকে বলছি আপনারা ও আপনাদের পরিবারকে সময় দিন এবং আপনারা সব সময় নামাজ পড়ুন। আল্লাহর কাছে দোয়া করুন আমরা যেন এই বিপদ থেকে রক্ষা পেতে পারি। সবাই যার যার ধর্ম পালন করুন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন।

দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা কেউ হতাশ হবেন না। আপনারা সঠিক নিয়ম মেনে চললেই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাবেন। আমি সবসময় সোশ্যাল ওয়ার্ক করি, সাধারণ মানুষের পাশে দাঁড়াই। কিন্তু করোনা ভাইরাসের জন্য এখন বাইরে বের হতে পারছি না। সেজন্য আমার ফেসবুকে প্রত্যেক ফ্রেন্ডকে আমি সচেতনমূলক পরামর্শ দিচ্ছি এবং সবাইকে ফোন করে বলছি তারা যাতে যথাযথ নিয়মগুলো অবশ্যই মেনে চলেন। কেউ বাইরে বের হবেন না। টোটালি ঘরে থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here