করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিএমপির ‘হোম সার্ভিস’

0
0

করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে ঘরে থাকা বা ‘stay home’ কার্যক্রমকে স্বাগত জানিয়ে যেসব নগরবাসী এ প্রক্রিয়াটি মেনে চলছেন তাদের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের উদ্যোগে নেয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ।

‘আপনি ঘরে থাকুন, দোকানই যাবে আপনার কাছে’ এই স্লোগান নিয়ে নগরীর বাসিন্দাদের কল পেলেই বাজার পৌঁছে দেওয়ার সেবা দিচ্ছে পুলিশ। পুলিশ কমিশনার জানিয়েছেন, জনগণ যাতে বাসায় থাকে এ জন্য এমন উদ্যোগ। তাদেরকে উৎসাহিত করতে এই প্রচেষ্টা।

সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান বলেন, আমাদের ২২ মার্চ চালু করা হটলাইনের ০১৪০০ ৪০০৪০০ নম্বরটি যেমন গুজব প্রতিরোধে, হোম কোয়ারেন্টাইন না মেনে বাইরে ঘোরাফেরা যারা করে তাদের তথ্য এবং মজুতদারদের ঠেকাতে পুলিশকে জানানো জন্য নগরবাসীকে দিয়েছিলাম। তেমনি নগরীর ১৬টি থানার বাসিন্দাদের জন্য এখন এই হটলাইনটি হোম সার্ভিসের কার্যক্রমেও যুক্ত করা হয়েছে। পাশাপাশি থানার ডিউটি অফিসারের নম্বরে কল করে কেউ তার প্রয়োজনীয় বাজার কিংবা যেকোনো সাহায্যের কথা জানালেই পুলিশ সহায়তা করছে।

তিনি আরও বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকাদের পাশাপাশি যে কারও বাজারের প্রয়োজন হলে তাকে আর বাজারে যেতে হবে না। সিএমপির হটলাইনে জানালেই বাজার পৌঁছে যাবে বাসায়, তিনি ক্রয়কৃত বাজারের অর্থ পরিশোধ করে দেবেন।

সিএমপি কমিশনার আরও বলেন, এমনকি কারও যদি ওষুধ লাগে কিংবা কাউকে হাসপাতালে নিয়ে যেতে হয় সেই ব্যবস্থাও আমরা করে দেব। মানুষ যেন ঘরে থাকে, নিরাপদে থাকে, এটাই আমাদের লক্ষ্য।

প্রসঙ্গত, শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন মোড়ে পুলিশের গাড়ি থেকে এই বার্তা জানিয়ে মাইকিং করা হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের স্থানীয় সরকার ও প্রশাসনের বিভিন্ন উদ্যোগ নিলেও চট্টগ্রামের নগর পুলিশের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দারা।

নগরীর পাথরঘাটার বাসিন্দা অভিজিৎ দস্তিদার মোবাইল ফোনে জানান, পুলিশের আইনশৃঙ্খলার পাশাপাশি এসব সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করাটা খুব ইতিবাচক। মানুষকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সত্যি তারা প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here