করোনা: মৃতের সংখ্যায় এখন তৃতীয় চীন, আক্রান্তের শীর্ষে যুক্তরাষ্ট্র

0
0

প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) গত ডিসেম্বরের শেষ দিকে প্রথম ছড়িয়েছিল চীনের হুবেই প্রদেশের উহান শহরে। করোনা প্রাদুর্ভাবের কারণে বিশ্বে পরিচিত হয় উহান শহর।

তবে উহানের গল্প যেন এখন অতীত। প্রাণঘাতী করোনার কেন্দ্র এখন ইউরোপ। করোনায় মৃতের সংখ্যায় চীনকে পেছনে ফেলেছে ইউরোপের দুটি দেশ-ইতালি ও স্পেন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, করোনায় মৃতের সংখ্যায় এখন শীর্ষে ইতালি। দেশটিতে ৮ হাজার ২১৫ জন মারা গেছেন। আক্রান্ত ৮০ হাজার ৫৮৯ জন।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে স্পেনে। দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৩৬৫ জন। আক্রান্ত ৫৭ হাজার ৭৮৬ জন।

এদিকে করোনায় চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৯২ জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৮২ জন।

অন্যদিকে করোনায় আক্রান্তের হিসাবে চীনকে টপকে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৫০৫ জন। মারা গেছেন ১ হাজার ২৯৫ জন।

সব মিলিয়ে সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৭০৮ জন। মারা গেছেন ২৪ হাজার ৫৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২২ হাজার ২০৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here