করোনা ভাইরাসে এক ব্যক্তির (৪৮) মৃত্যু হয়েছে এমন সন্দেহে আজ সকাল থেকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি গ্রাম লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, তিনি ঢাকার একটি হাসপাতালের ক্যাশিয়ার পদে চাকরি করতেন। স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকাতেই থাকতেন। সপ্তাহখানেক আগে সর্দি-জ্বরে আক্রান্ত হন। এরপর তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়। তিনি ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।
আজ বুধবার ভোরে তার মৃতদেহ গ্রামে আনা হয়। এরপর বাড়ির কাছে নিজস্ব জমিতে দাফন করা হয়।