করোনা আতঙ্কে ডাক্তার শূন্য হাসপাতাল, বিপাকে রোগীরা

0
0

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাগদিপাড়া সংলগ্ন বেসরকারি শিশু হাসপাতাল ও মাতৃসদনের চিকিৎসকরা করোনা আতঙ্কে কর্মস্থলে আসছেন না। ফলে এ হাসপাতালে চিকিৎসা নিতে আসা শত শত শিশু রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে। অভিভাবকেরা শিশুদের চিকিৎসা করাতে না পেরে বিপাকে পড়েছেন।

মঙ্গলবার সকালে এ হাসপাতালে গিয়ে দেখা যায়, সাধারণ সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শত শত রোগী চিকিৎসা নিতে ভিড় জমিয়েছে। কিন্তু হাসপাতালে চিকিৎসক নেই। অভিভাবকেরা ভিড় করে ঘণ্টার পর ঘণ্টা ধরে ডাক্তারের অপেক্ষায় বসে আছে। ডাক্তার আসছে না। শিশুরোগী নিয়ে অনেককেই কান্নাকাটি করতে দেখা গেছে। দুপুর পর্যন্ত তারা ডাক্তারের অপেক্ষায় বসে থেকে বিনা চিকিৎসায় বাড়ি ফিরেছে।

তবে, খোঁজ নিয়ে জানা গেছে এ হাসপাতালের চিকিৎসকরা করোনার অজুহাতে হাসপাতালে না এলেও বিশেষ কৌশলে বাসায় প্রাইভেট প্র্যাকটিস অব্যাহত রেখেছেন। হাসপাতালের এক কর্মচারীর সঙ্গে কথা বলে তার প্রমাণও পাওয়া গেল। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মচারী জানান, ডাক্তারদের নাম ও মোবাইল নম্বর সংবলিত একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া আছে। পছন্দের ডাক্তারকে তার মোবাইল ফোনে কল করে রোগীর বর্ণনা দেওয়ার পর করোনা নয় এমন নিশ্চিত হলে হয় ওই রোগীকে বাসায় পাঠানো হচ্ছে। অথবা তার পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন তৈরি করে দেওয়া হচ্ছে। ডাক্তারের পরামর্শ ফি যথারীতি রেখে রোগী বিদায় করা হচ্ছে।

এ বিষয়ে এ হাসপাতালের শিশু চিকিৎসক ডা. মোস্তফা সারোয়ারের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একটু অসুস্থ তাই হাসপাতালে যাচ্ছি না। তবে ফোনে রোগীদের পরামর্শ দিচ্ছি।

শাহজাদপুর শিশু হাসপাতাল ও মাতৃসদনের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাফিজ রেজা বলেন, করোনা নিয়ে ডাক্তাররা আতঙ্কিত। তাই তারা হাসপাতালে আসছেন না। এ ছাড়া আমাদের প্রোটেকশন পোশাক ও সরঞ্জাম নেই। তাই চিকিৎসা দেওয়াও সম্ভব হচ্ছে না। সরকার থেকে আমাদের প্রোটেকশন পোশাক ও সরঞ্জাম সরবরাহ করা হলে আমরা অবশ্যই চিকিৎসা দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here