এবার লকডাউনের পথে অস্ট্রেলিয়া

0
0

চীনের সীমা অতিক্রম করে বিশ্বের প্রায় ১৯০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশে লকডাউন অবস্থা জারি করা হয়েছে।করোনা ভাইরাস মোকাবিলায় এবার দেশজুড়ে লকডাউন অবস্থা জারি করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার।

রবিবারের (২২ মার্চ) এক খবরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় অস্ট্রেলিয়ায় জরুরি প্রয়োজনীয় সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। যে কোনো মুহূর্তেই এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে।

খবরে বলা হয়েছে, রবিবার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সেখানেই দেশজুড়ে লকডাউন অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দিকে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ১ হাজার ৩১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here