ঢাকা-১০ আসনে মো. শফিউল ইসলাম মহিউদ্দিন নির্বাচিত

0
0

বেসরকারিভাবে ঢাকা-১০ আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি ১১৭টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১৫৯৫৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রবিউল আলম মোট ভোট পেয়েছেন ৮১৭। নির্বাচনে ভোট পড়েছে ৫.২৮ শতাংশ।

শনিবার (২১ মার্চ) ভোট গণনা শেষে রাতে ঢাকা টিচার ট্রেনিং কলেজের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কমকর্তা জি এম সাহাতাব উদ্দিন।

বেসরকারিভাবে ঘোষিত ফলে প্রগতিশীল গণতান্ত্রিক দলের কাজী মোহাম্মদ আব্দুর রহীম (বাঘ প্রতীকে) ভোট পেয়েছেন ৬৩টি। মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী (হারিকেন) ভোট পেয়েছেন ১৫টি। বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান (ডাব) ভোট পেয়েছেন ১৮টি। জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান (লাঙ্গল) ভোট পেয়েছেন ৯৭।

এর আগে, শনিবার সকাল ৯টায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা একটানা চলে বিকাল ৫টা পর্যন্ত।

ঢাকা-১০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ২৭৫ জন।

এ দিকে, করোনা ভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে ভোটারের উপস্থিতি অন্যান্য ভোটের তুলনায় অনেক কম ছিল। যদিও প্রতিটি ভোট কেন্দ্রে ইসির উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল।

প্রসঙ্গত, সিটি নির্বাচনে অংশ নিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করায় ঢাকা-১০ আসনটি গত ২৯ ডিসেম্বর শূন্য ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here