মাকে দেখতে কোয়ারেন্টাইন ভেঙে আর্জেন্টিনায় হিগুয়েইন

0
0

মায়ের অসুস্থতার খবর পেয়ে জুভেন্তাসের তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন কোয়ারেন্টাইন ভেঙে ইতালি ছেড়ে আর্জেন্টিনায় ফিরে এসেছেন বলে জানা গেছে।

হিগুয়েইনের শরীরে করোনাভাইরাস জনিত কভিড-১৯ এর পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসার পর তাকে আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই এই ফুটবলার একটি প্রাইভেট জেটে চড়ে স্বদেশে পৌঁছান বলে জানিয়েছে গোল ডটকম ও ইএসপিএন।

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্তে সবচেয়ে বিপর্যস্ত ইতালি। এই ভাইরাসে আক্রান্ত হয়ে শুধু বৃহস্পতিবারেই মারা গেছে ৪২৭ জন। তাতে করোনায় মৃতের দিক থেকে উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে ইতালি।

বিবিসি’র খবর, করোনায়া আক্রান্ত হয়ে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে। চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ২৪৫ জন।

একটি সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে হিগুয়াইনের দুইজন সতীর্থ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন ডিফেন্ডার দানিয়েলে রুগানি ও মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। ফলে ক্লাবটির সব খেলোয়াড় ও কোচিং স্টাফদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

কিন্তু ডাক্তারি পরীক্ষায় হিগুয়েইনের শরীরে করোনার উপস্থিতি না পাওয়ায় তাকে অসুস্থ মায়ের পাশে থাকতে আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপরই তুরিন বিমানবন্দর থেকে প্রাইভেট জেটে চড়ে ইতালি ছাড়েন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

সূত্র জানিয়েছে, দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে জুভেন্তাসের সেন্ট্রাল মিডফিল্ডার সামি খেদিরাকে। অনুমতি পেয়ে লুক্সেমবার্গ ফিরে এসেছেন মিডফিল্ডার মিরালেম পিয়ানিচও।

করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগের সবগুলোই এখন স্থগিত। বন্ধ করে দেওয়া হয়েছে চ্যাম্পিয়নস লিগও। অন্যান্য খেলারও একই দশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here