তাবলিগ জমায়েতের অনুষ্ঠান থেকে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) ছড়িয়ে পড়ার পর রোহিঙ্গাদের নিয়ে বিপাকে পড়েছে মালয়েশিয়া সরকার। ওই জমায়েতে অংশ নেয়া কমপক্ষে ২ হাজার রোহিঙ্গাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রয়টার্স জানিয়েছে, রোহিঙ্গাদের কাগজপত্র না থাকায় তাদের চিকিৎসা-সেবার আওতায় আনা কষ্টকর হয়ে পড়েছে মালয়েশিয়ার জন্য। কে, কোথায় কীভাবে আছেন সেটি ট্র্যাক করা যাচ্ছে না।
মিয়ানমার থেকে পালিয়ে মালয়েশিয়ায় কমপক্ষে এক লাখ রোহিঙ্গা বসবাস করেন। যাদের কারোরই নাগরিকত্ব নেই।
গত মাসের ২৭ তারিখ থেকে চলতি মাসের এক তারিখ পর্যন্ত চার দিনব্যাপী ওই অনুষ্ঠান হয়েছিল। সেখানে ১৬ হাজার মুসলিম অংশ নেন। এদের মধ্যে বড় একটি অংশ ছিল রোহিঙ্গা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ভেতর মালয়েশিয়ায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী, প্রায় ৯০০ জন।
ওই জমায়েতে অংশ নেয়ার পরপরই মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কয়েকজন নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর দেশ দুটির কর্তৃপক্ষ সব ধরনের সমাবেশ এড়িয়ে চলতে জনগণকে সতর্ক করে দেয়।