হজক্যাম্প থেকে পালানো যুবককে পরিবারসহ অবরুদ্ধ এলাকাবাসীর

0
41

হজক্যাম্প থেকে পালানো করোনাভাইরাস সন্দেহে ইতালি ফেরত সেই যুবকসহ পরিবারকে বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী। যুবক মাসুদ (৩০) উত্তর চেলোপাড়ার হাসেম উদ্দিনের ছেলে।

ওই এলাকার কাউন্সিলর পরিমল কুমার জানান, ইতালি থেকে মাসুদ দেশে ফেরার পর তাকে রাজধানীর আশকোনার হজক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে সেখান থেকে তিনি পালিয়ে আসেন। খবর পেয়ে মঙ্গলবার এলাকার লোকজন সকালে তার বাড়ির সামনে ভিড় জমায় এবং এলাকা ছাড়তে বলে।

তিনি বলেন, ‘বাইরে থেকে মাসুদ ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদেরকে জানিয়েছি আপনারা কেউ ১৪ দিন ঘর থেকে বের হবেন না এবং এলাকাবাসীকে এ বিষয়ে নীরব থাকতে বলেছি। ওই পরিবারের কিছু প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।’

মাসুদের বাবা হাসেম আলী বলেন, ‘আমার ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। আমাদের অবরুদ্ধ করে নির্যাতন করা হচ্ছে। বিষয়টি সিভিল সার্জন অফিসে জানিয়েছি।’

বগুড়ার সিভিল সার্জন ডা. গউসুল আযম বলেন, ‘উত্তর চেলোপাড়ায় আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

খবর: ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here