চট্টগ্রামে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ভাস্কর্য উন্মোচন

0
0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ের কাছে টাইগারপাস এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ববৃহৎ ভাস্কর্য (মাটির অনুকৃতি) উন্মোচন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার দুপুরে কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে মেয়র নিজেই এ ভাস্কর্য উন্মোচন করেন। মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির জনককে নতুন প্রজন্মের কাছে পরিচিত ও স্মরণীয় করে রাখতে প্রায় কোটি টাকা ব্যয়ে এ ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মেয়র।

বঙ্গবন্ধুর এ ভাস্কর্য দেশে স্থাপিত সর্ববৃহৎ ভাস্কর্য বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আতিকুল ইসলাম। তার নেতৃত্বে ৮ শিল্পী প্রায় ৬ মাস ধরে এ ভাস্কর্যটি নির্মাণ করেন।

ভাস্কর্য তৈরিতে ব্যয় হচ্ছে ৪০ লাখ টাকা। এর চারপাশে বেদি, সৌন্দর্যবর্ধন ও আনুষঙ্গিক কাজের জন্য ব্যয় হবে ৪৭ লাখ ৭০ হাজার টাকা। এটির সর্বমোট ব্যয় দাঁড়াবে ৮৭ লাখ ৭০ হাজার টাকা।

জানা যায়, ইতিমধ্যে মাটি দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মূল কাজ সম্পন্ন করা হয়েছে। টাইগারপাস চসিক এলাকায় উন্মোচনের পর সেটি নিয়ে যাওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (সাবেক পোর্ট কানেকটিং রোড) রোডের বড়পুল চত্বরে।

সেখানে স্থায়ীভাবে বসানো হবে ভাস্কর্যটি। মেয়র নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর ত্যাগের ইতিহাস, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে স্থাপন করা হচ্ছে এ ভাস্কর্য। ভাস্কর্য উন্মোচনের সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, চবি চারুকলা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক আতিকুল ইসলাম, চবি চারুকলা বিভাগের সাবেক পরিচালক ও আর্টিস্ট কনসালটেন্ট শায়লা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here