সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান রোনালদো-মেসির

0
0

করোনাভাইরাসের আতঙ্কে থমকে গেছে বিশ্ব। ক্রীড়াঙ্গনেও পড়েছে এর প্রভাব। বিশ্বের সব ক্রীড়া ইভেন্টই ইতোমধ্যে স্থগিত হয়ে গেছে। বেশ কয়েকজন ক্রীড়াবিদের শরীরেও আক্রমণ করেছে এ ভাইরাস। প্রথম ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হন জুভেন্তাসের ড্যানিয়েল রুগানি। সতীর্থ আক্রান্ত হওয়ায় রোনালদোসহ জুভেন্টাসের সকল ফুটবলারকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। যদিও পরবর্তীকালে পরীক্ষায় জানা যায়, রোনালদো করোনায় আক্রান্ত হননি।

রোনালদো বেঁচে গেলেও বিশ্বজুড়ে দেড় লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। এছাড়া এ পর্যন্ত ৬৫১৬ জন মানুষ প্রাণ হারিয়েছে করোনার আক্রমণে। ইউরোপে করোনা ভয়ংকর রূপ ধারণ করেছে। বিশ্বের এ ভয়াবহ পরিস্থিতিতে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে রোনালদো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লেখেন, ‘এই মুহূর্তে দুঃসময়ের মধ্য দিয়ে চলেছে বিশ্ব। সবাইকে একে অপরের পাশে থেকে আক্রান্তদের সেবা-যত্ন করে সুস্থ করে তুলতে হবে। এ কথা একজন ফুটবলার হিসেবে বলছি না। বরং বর্তমান পরিস্থিতি দেখে এসব বলছি, একজন বাবা, ছেলে বা সাধারণ মানুষ হিসেবে আমার এ বক্তব্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব পরামর্শ দিয়েছে তা আমাদের মেনে চলতে হবে। সবার ওপরে মানুষের জীবন। ধন্যবাদ চিকিৎসকদের। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদেরও, আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য।’

এমন ভয়াবহ পরিস্থিতিতে আরেক ফুটবল তারকা লিওনেল মেসিও সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সন্তানদের সঙ্গে ছবি পোস্ট করে মেসি লেখেন, ‘আমাদের প্রত্যেকের জন্যই সময়টা বেশ কঠিন। এই মুহূর্তে সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। অনেকেই তার নিজের বা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিন যাপন করছেন। এসব অসহায় মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আমাদের।’

এছাড়া স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের ধন্যবাদ জানান মেসি। তিনি আরও লেখেন, ‘সারা বিশ্বের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা লড়াই করে করোনা আক্রান্ত রোগীদের বাঁচাচ্ছেন, তাদের অভিনন্দন। এই সময়ে আমাদের সকলের উচিত চিকিৎসক ও প্রশাসনিক নির্দেশ মেনে চলা। বাড়ির বাইরে না বেরিয়ে প্রিয়জনের পাশে থাকুন। আমার আশা, বিশ্ব দ্রুত এই সমস্যার সমাধান খুঁজে পাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here