বেড়ায় ৬৫টি পাখি উদ্ধার

0
0

পাবনার বেড়া উপজেলায় বিভিন্ন প্রজাতির ৬৫টি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। শনিবার বিকেলে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার ও পরে কাজিরহাটের চরাঞ্চলে অবমুক্ত করা হয়।

বেড়া উপজেলার নয়াবাড়ি গ্রামের লিটন মিয়া বিক্রির জন্য পাখিগুলো সংগ্রহ করেছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত লিটন মিয়াকে (৪৫) বন্যপাখি ধরা ও ব্যবসার অভিযোগে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

নয়াবাড়ি গ্রামের লিটন মিয়া পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে অতিথি ও দেশি পাখি সংগ্রহ করে বিক্রি করতেন। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বিষয়টি সম্পর্কে জানতে পেরে বেড়ার ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে জানায়। এর পর শনিবার বিকেলে ইউএনও ভ্রাম্যমাণ আদালত গঠন ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তাদের নিয়ে লিটন মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় লিটন মিয়াকে আটক ও তার বাড়ি থেকে আট প্রজাতির ৬৫টি পাখি উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি সরালি, ২৫টি কালিম, ১৫টি চখাচখি, চারটি বালিহাঁস, তিনটি ডুবুরি, একটি ময়না, চারটি টিয়া, তিনটি শালিক রয়েছে।

ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বলেন, বন্যপ্রাণী ধরা, পরিবহন ও বিক্রি আইনত অপরাধ। এ কারণে লিটন মিয়াকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উদ্ধার করা পাখিগুলোকে যমুনার চরে নিয়ে মুক্ত করে দেওয়া হয়েছে।

এ সময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস-সাদিক ও বেড়া উপজেলা বন কর্মকর্তা এজাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here