পুলিশের দুই কনস্টেবলকে চড় মারার দায়ে গাজীপুর সিটি করপোরেশনের নারী কাউন্সিলর রুহুন নেছা রুনাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ দুপুর ১২টার দিকে প্রিজনভ্যানে করে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার রুহুন নেছা রুনা গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক ও সিটি করপোরেশনের ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর।
জিএমপির প্রসিকিউশন শাখার সহকারী কমিশনার (এসি) এ কে এম আহসান হাবীব সাংবাদিকদের জানান, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম মামলার নথি দেখে রুনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় কাউন্সিলর রুনার পক্ষে কেউ জামিন আবেদন করেননি। যে কারণে তাকে আদালতে তোলা হয়নি। আদালতের হাজতখানা থেকেই কাউন্সিলর রুনাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, শনিবার দুপুরে গাজীপুরের জয়দেবপুর সড়কের চান্দনা চৌরাস্তায় গাড়ি মোড় নেয়াকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতন্ডা হয় এই যুব মহিলা লীগ নেত্রীর। এসময় দুই কনস্টেবলকে চড় মারেন তিনি। এ ঘটনায় রুনাকে আটকের পর গতকাল রাতেই তাকে আসামি করে থানায় মামলা করা হয়।।