আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত

0
0

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে স্থগিত করা হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। লাতিন আমেরিকার ফুটবল সংস্থা ‘কনমেবল’-এর অনুরোধের প্রেক্ষিতে গতকাল এ সিদ্ধান্ত নেয় ফিফা।
২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আগামী ২৬শে মার্চ ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে খেলার কথা ছিল আর্জেন্টিনার। দ্বিতীয় ম্যাচে ৩১শে মার্চ স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। নিজেদের প্রথম ম্যাচে ২৭শে মার্চ ঘরের মাঠে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল বলিভিয়া। ৩১শে মার্চ দ্বিতীয় ম্যাচে নেইমারদের খেলতে যাওয়ার কথা ছিল স্বাগতিক পেরুর বিপক্ষে।
আগামী ২৩ থেকে ৩১শে মার্চ পর্যন্ত লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ফিফার দেয়া বিবৃতির পর স্থগিত হয়ে গেছে ম্যাচগুলো। পরবর্তীতে এ ম্যাচগুলোর সূচি জানানো হবে বলেও জানায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here