কোয়ারেন্টিনে রিয়াল মাদ্রিদ স্কোয়াড

0
0

করোনা ধরা পড়েছে রিয়াল মাদ্রিদ বাস্কেটবল টিমের এক খেলোয়াড়ের। যিনি ক্লাবের ফুটবলারদের সঙ্গে নিয়মিত ট্রেনিং ও জিম সুবিধা নিতেন। আতঙ্কে পুরো রিয়াল স্কোয়াডই এখন ‘হোম কোয়ারেন্টিনে’। আগামীকাল ঘরের মাঠে এইবারের বিপক্ষে লা লিগার ম্যাচে নামার কথা ছিল রিয়ালের। সঙ্গত কারণেই ম্যাচটি স্থগিত করা হয়েছে। স্থগিত হয়ে গেছে লা লিগার বাকি ম্যাচগুলোও। কমপক্ষে দুই রাউন্ডের ম্যাচ বাতিল হচ্ছে বলে জানিয়েছে বৃটিশ বার্তাসংস্থা বিবিসি।

বুধবার এক জরুরি বৈঠকে বসে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ), লা লিগা কর্তৃপক্ষ এবং অ্যাসোসিয়েশন অব স্প্যানিশ ফুটবলার্স (এএফএ)। আর বৃস্পতিবার সকালে লা লিগাসহ স্পেনের সকল পেশাদার ও অপেশাদার লীগ স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়।
স্পেনে প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। সংবাদমাধ্যম ফোর্বস জানিয়েছে, সংখ্যাটা ২ হাজার ছাড়িয়েছে।

ইতালিয়ান সিরি আ বন্ধ হওয়ার পরই লা লিগা স্থগিতের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত সপ্তাহে স্পেনের ভ্যালেন্সিয়ায় চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ম্যাচ খেলা হয় দর্শকশূন্য মাঠে। এ সপ্তাহে ন্যু ক্যাম্পে বার্সেলোনা-নাপোলি ম্যাচেও কোনো দর্শক থাকবে না। ম্যাচটি শেষ পর্যন্ত হবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ বুধবার করোনা আতঙ্কে সেভিয়া-রোমার ইউরোপা লীগ ম্যাচ স্থগিত করা হয়। ম্যাচটি হওয়ার কথা ছিল স্পেনের সেভিয়া শহরের স্তাদিও র‌্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে। অন্যদিকে ইতালিতে ইন্টার মিলান-গেতাফের ম্যাচটিও স্থগিত করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here