এমবাপ্পের করোনা নেগেটিভ

0
0

পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে গেল দুদিন অনুশীলন করেননি। এই সময়ে জ্বর-সর্দিতে ভুগছিলেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছিল– করোনা ভাইরাসে আক্রান্ত হননি তো হালের ক্রেজ?

ইতিমধ্যে এর উত্তর মিলেছে। সেটির ফল নেগেটিভ। করোনার প্রাথমিক উপসর্গ দেখা দিতেই চিকিৎসকের শরণাপন্ন হন এমবাপ্পে। সঙ্গে সঙ্গে তার পরীক্ষা করা হয়। এর ফল নেতিবাচক এসেছে।

এমবাপ্পেই বিশ্বের প্রথম তারকা ফুটবলার, যিনি কাশি ও শ্বাসকষ্টের জন্য শরীরের চেকআপ করালেন। গেল মঙ্গলবার খবর বের হয়, বেশ কিছু দিন ধরে অসুস্থ ফ্রান্স ফুটবলার। যে কারণে গেল সোমবার থেকে অনুশীলন বন্ধ রাখতে বাধ্য হন তিনি।

সামনেই চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বুরুশিয়া ডর্টমুন্ডের মোকাবেলা করবে পিএসজি। এর আগে মঙ্গলবার ফরাসি জায়ান্ট ক্লাবটির কোচ থমাস টুখেল বলেন, গতকাল এমবাপ্পে অসুস্থ ছিল। আজও সুস্থ হয়নি।

ইউরোপসেরা টুর্নামেন্টের প্রথম লেগে জার্মানিতে গিয়ে বুরুশিয়ার কাছে ২-১ গোলে হেরে আসে পিএসজি। ফিরতি ম্যাচে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সিসে তাদের আতিথ্য দেবেন দ্য পারিসিয়ানরা। তবে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পের খেলা এখনও নিশ্চিত নয়।চলতি মৌসুমে ফর্মের মগডালে আছেন ২১ বছর বয়সী ফুটবলার। ৩২ ম্যাচে করেছেন ৩০ গোল। তন্মধ্যে ১৮ গোল লিগ ওয়ানে এবং ৬ গোল চ্যাম্পিয়নস লিগে।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের হিংস্র থাবা পড়েছে ক্রীড়াঙ্গনেও। এরই মধ্যে আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলারকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলটির খেলাও স্থগিত করা হয়েছে। গ্রিসের ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলোস প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

২০২০ সালের ইউরোর প্লে অফের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির সরকার আগেই ঘোষণা দিয়েছিল, শীর্ষ ফুটবল প্রতিযোগিতাসহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে ফাঁকা মাঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here