ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক জেলা কমিটির সভা

0
0

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে “করোনা ভাইরাস” প্রতিরোধে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।(৪ মার্চ)বুধবার বিকেল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভায় জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নুর কুতুবুল আলমের উপস্থাপনায় “করোনা ভাইরাস” প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার,ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক,জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।

“করোনা ভাইরাস”প্রতিরোধে বিশেষজ্ঞদের মতে সচেতনতা মুলক বক্তব্য তুলে ধরেন জেলা কমিটির সদস্য বৃন্দ। এসময় বক্তারা বলেন,নিয়মিত হাত পরিষ্কার রাখতে হবে ও সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। মুখ ঢেকে হাঁচি-কাশি দিতে হবে। সংশ্লিষ্ট অসুস্থ রোগীর সংস্পর্শে থাকা যাবে না।কাঁচাবাজারে গেলে পশু-পাখির মাংস ধরা থেকে বিরত থাকতে হবে। মাংস ধরলে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। মাংস ধরে হাত না ধুয়ে মুখমণ্ডল স্পর্শ করা যাবে না। মাংস ও ডিম ভালো করে সেদ্ধ ও রান্না করে খেতে হবে। পোষ্য প্রাণীদের সঙ্গে থাকার ক্ষেত্রে সাবধান ও সতর্ক থাকতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

গৌতম চন্দ্র বর্মন
ঠাকুরগাঁও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here