ঢাকা-১৪ আসনে সরকারদলীয় সংসদ সদস্য আসলামুল হকের বাধা উপেক্ষা করে বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। আজ বুধবার (৪ মার্চ) বেলা ১১টার পর কেরানীগঞ্জে বছিলা সেতুর পশ্চিম পাশে মাইশা পাওয়ার প্ল্যান্টে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানের সময় আসলামুল হক দলবল নিয়ে এসে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন। তবে তার এই বাধা উপেক্ষা করেই অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএ। চর ওয়াশপুরে বুড়িগঙ্গার তীরে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছেন আসলামুল হক। এটি তৈরি করতে গিয়ে তিনি নদীর কিছু অংশ দখল করেছেন বলে দাবি বিআইডব্লিউটিএর।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিন বলেন, চর ওয়াশপুর এলাকায় বুড়িগঙ্গার তীরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করেছেন আসলামুল হক। এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি তৈরি করতে গিয়ে তিনি নদীর মূল ধারা যেখানে ধলেশ্বরীর সঙ্গে মিশেছে সেখানে প্রায় ৫ একর জায়গা দখল করেছেন। মঙ্গলবার অভিযান চালিয়ে প্রায় ৩ একর জায়গায় উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় দিনের অভিযান শুরু করলে আসলামুল হক দলবল নিয়ে এসে অভিযান বন্ধ করার কথা বলেন।