দুই নেতাকর্মী হত্যার ঘটনায় রাবি ছাত্রলীগের বিক্ষোভ

নোয়াখালী ও খুলনায় ছাত্রলীগের দুই নেতা-কর্মী হত্যার ঘটনায় বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে দলীয় টেন্ট থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একইস্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি সবার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
সমাবেশে ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আমরা মুজিববর্ষ পালন করতে যাচ্ছি। ঠিক সেসময় আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে। বাংলাদেশ যখন উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে ঠিক সেসময় আমাদের ভাইদের রক্ত ঝড়ছে। আর কত রক্ত গেলে জামায়াত শিবিরের রাজনীতি বন্ধ হবে? আমরা জামায়াত শিবির মুক্ত ক্যাম্পাস গড়েছি। ক্যাম্পাসে জামায়াত শিবিরের রাজনীতি বন্ধ করেছি। আমাদের মধ্যে যেন কোন অনুপ্রবেশকারী না থাকে সেজন্য সজাগ থাকতে হবে। একইসঙ্গে জামায়াত শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে।
ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সমাবেশে রাবি শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন হল, অনুষদ ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের উপর ছাত্রশিবিরের সংঘর্ষে গুরুতর আহত হয় কয়েকজন। আহতদেরকে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে ছাত্রলীগকর্মী রাকিবুল ইসলাম মৃত্যুবরণ করেন। একইদিন খুলনার কয়রায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মো. হাদিউজ্জামান রাসেল (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

আশিক ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here