হাতীবান্ধায় নৈশ কালীন তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

0
0

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সরাসরি বুড়িমারী হতে ঢাকাগামী নৈশ কালীন “তিনবিঘা এক্সপ্রেস” ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকালে ১১টায় হাতীবান্ধা রেলস্টেশনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজসহ বিভিন্নস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা নাগরিক অধিকার ফোরাম হাতীবান্ধা উপজেলা শাখার আহবায়ক নূরল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, ফোরামের জেলা কমিটির সদস্য সচিব এমএ হান্নান, পাটগ্রাম উপজেলার আহবায়ক জিয়াউর রহমান মানিক, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সম্পাদক আসাদুজ্জামান সাজু, উপজেলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা আহবায়ক রোকনুজ্জামান সোহেল প্রমুখ।

উক্ত মানববন্ধনে বক্তারা অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে অতি দ্রুত বুড়িমারী স্থলবন্দর থেকে সরাসরি ঢাকাগামী নৈশ কালীন তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর দাবী জানান।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here