লিটনের সেঞ্চুরি আর সাইফের তাণ্ডবে রানের রেকর্ড

0
0

লিটন কুমার দাসের অনবদ্য সেঞ্চুরি আর ইনিংসের শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিং তাণ্ডবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩২১ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বুলাওয়ে স্টেডিয়ামে ৮ উইকেটে সর্বোচ্চ ৩২০ রান করেছিল বাংলাদেশ দল।

তবে দুই দলের রানের দিক থেকে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। ২০০৯ সালে বুলাওয়ে স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে সর্বোচ্চ ৩২৩ রান করেছে স্বাগতিকরা।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।

নিজেদের ঘরের মাঠে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেব বাংলাদেশ। তামিম ইকবালের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন লিটন দাস। ৪৩ বল খেলে ২৩ রান করে আউট হন তামিম।

এরপর তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ৮০ রানের জুটি গড়েন লিটন। ৩৮ বলে ২৯ রান করে শান্ত আউট হলেও উইকেটে অবিচল ছিলেন ওপেনার লিটন।

চার নাম্বার পজিশনে ব্যাটিংয়ে নামা মুশফিকু রহিমের সঙ্গে ফের ৪২ রানের জুটি গড়েন তিনি। ২৬ বলে ১৯ রান করে আউট হয়ে ফেরেন মুশফিক। ইনিংসের শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া লিটন ক্যারিয়ার সেরা ১২৬ রানের ইনিংস খেলার পর মাংশপেশিতে টান লেগে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়েন।

সাত নাম্বারে ব্যাটিংয়ে নামা উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে তারা গড়েন ৬৮ রানের জুটি। ২৮ বলে ৩২ রান করে এলবিডব্লিউ হয়ে ফেরেন মাহমুদউল্লাহ। ৪১ বলে ৫টি চার ও এক ছক্কায় ফিফটি তুলে নেয়ার পর সেই এ মফুর বলে এলবিডব্লিউ হন মিঠুন। ৪ বলে ৭ রানে ফেরেন মেহেদী হাসান মিরাজ।

ইনিংসের একেবারে শেষ ওভারে চেরিস মফুকে তিনটি ছক্কা হাঁকিয়ে ২২ রান আদায় করে নেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। শেষ ওভারে তার এমন ঝড়ো ব্যাটিংয়েই ২০০৯ সালের বুলাওয়ের সেই রেকর্ড ভেঙে ৬ উইকেটে ৩২১ রানের ইতিহাস গড়ে বাংলাদেশ।

তবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান ৩৩৩। গত বছরের জুনে বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েন টাইগাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here