বিদ্যুৎ ও পানির বর্ধিতমূল্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে, লুটপাট ও দুর্নীতির বোঝা জনগণের ওপর চাপানো চলবে না

0
0

আজ ০১ মার্চ ২০২০ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সমানে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর কমিটির উদ্যোগে বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরের সমন্বয়কারী মনির উদ্দীন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা মহানগরের সদস্য সৈকত মল্লিক, বেলায়েত শিকদার, ঢাকা মহানগরের নির্বাহী সমন্বয়কারী মনিরুল হুদা বাবন, লালবাগ থানার আহŸায়ক এম এইচ রিয়াদ, কাফরুল থাকার সম্পাদক সুলতান সালাহ উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে বিইআরসি এর উদ্যোগে গত অক্টোবর মাসে গণশুনানি হয়েছিল। সেসময় সকল পক্ষের এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই প্রমাণিত হয়েছিল বর্তমান সময়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোন যৌক্তিকতা নাই। বরং বরং বিদ্যুাৎ খাতে যে বিপুল দূর্নীতি চলছে তার লাগাম টেনে ধরতে পারলে বিদ্যুতের দাম কমানো সম্ভব। সরকার অর্থনীতিবীদ ও ভোক্তাদের কথা না শুনে উপর্যপুরি দূর্নীতির পয়সা যোগান দিতে আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। সরকারের হিসাব মতে গত ১১ বছরে প্রায় ৫৩ হাজার কোটি টাকা ভর্তূকি দিতে হয়েছে এ খাতে। এর মধ্যে প্রায় ৫১ হাজার কোটি টাকা খরচ হয়েছে ক্যাপাসিটি চার্জের নামে নির্লজ্জ লুটপাটে। এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন না করেও তারা পয়সা নিয়ে যাচ্ছে। ভোটার বিহিন অবৈধ সরকার অবৈধ্য পন্থায় জনগণের পকেটের পয়সা বের করে নিচ্ছে।

নেতৃবৃন্দ আরো বলেন, ঢাকা শহরের এক তৃতীয়াংশ মানুষকে দূষিত পানি সর্বরাহ করেও গত ১১ বছরে ১৩ বার পানির দাম বাড়িয়েছে। বিদ্যুৎ ও পানির দাম একসাথে বৃদ্ধি করা হলে সাধারণ মানুষের জীবনের ওপর কি ধরণের প্রভাব পরতে পারে সেটা নিয়ে সরকারের কোন ভ্রæক্ষেপ নাই। অধিকাংশ খেটে খাওয়া সীমিত আয়ের মানুষের ওপর এর প্রভাব পরবে দ্বিগুণ তিনগুণ মাত্রায়। করোনা ভাইরাসের দোহাই দিয়ে ইতিমধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। তার ওপর এই সেবা খাতের মূল্য বৃদ্ধির ফলে ঘর ভাড়াসহ সকল পণ্যের দাম বৃদ্ধি পাবে। অবৈধ সরকার এই বাড়তি খরচের চাপ জনগণের ওপর চাপিয়ে দিয়ে তাদের লুটপাট আরো বৃদ্ধি করতে চাইছে।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার দু একজন পাপিয়া বা স¤্রাটকে ধরে দুর্নীতি বিরোধী অভিযানকে ফলাও করে প্রচার করছে। কিন্তু উন্নয়নের নামে বড় বড় প্রকল্প থেকে সীমাহীন লুটপাট চালিয়ে যাচ্ছে। পর্দার দাম ৩৭ লাখ টাকা বা বালিশের দাম ৭ হাজার টাকা ভেতর দিয়েই প্রমান হয় মেগা প্রকল্পের ৫০ থেকে ৮০ ভাগ টাকা লুট হচ্ছে এবং বিদেশে পাচার হচ্ছে। এই লুটের থাবায় বাংলাদেশের অর্থনীতি ঘুণে ধরে ঝাঁঝড়া হয়ে গেছে সরকারী বেসরকারী বেশিরভাগ ব্যাংকগুলো দেউলিয়া হবার পথে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পুলিশ-প্রশাসন-ব্যবসায়ী থেকে শুরু করে সর্বক্ষেত্রে দূর্নীতি ও লুটপাটকে অবারিত করেছে। ফলে দূর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে এই অবৈধ্য সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here