উপাচার্যের আশ্বাসেও অনড় শিক্ষার্থীরা

0
0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার আশ্বাস দিয়েছেন উপাচার্য। তবে লিখিত আশ্বাস চেয়ে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের এই আশ্বাস দেন তিনি।

উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, বিভাগ পরিবর্তন বা অন্য বিভাগের সঙ্গে যোগ হওয়ার একটা প্রক্রিয়া রয়েছে। সেজন্য আলোচনার প্রয়োজন। তেমারা কী চাও শিক্ষকরা কী চায় সেটা বিবেচনা করা হবে। এজন্য তোমাদের সঙ্গে তোমাদের শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা হবে। তোমাদের দাবি যদি যৌক্তিকতা থাকে তাহলে তা অবশ্যই কার্যকর হবে।

তবে শিক্ষার্থীরা বলছে, আজকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা আমাদের দাবিতে অনড়। বিভাগ পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এবিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম ম-ল বলেন, বিশ্ববিদ্যালয়ের সব্বোর্চ কর্তাব্যক্তি হচ্ছেন উপাচার্য স্যার। তিনি আশ্বাস দিয়েছেন আশা করছি শিক্ষার্থীরা তা মেনে নিবে। আগামী ২মার্চ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, কর্তাব্যক্তি, শিক্ষকরা বসবেন। আশা প্রকাশ করছি সেখানে বিষয়টির সমাধান হবে।

দুইদিনের অনশনে এই পর্যন্ত বিশ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রয়েছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে তিনজন গতকাল রাতে আর বাকি সবাই আজ দিনের বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের অনশনে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদ উদ্দিন খান। তিনি বেলা ১২টায় শিক্ষার্থীদের আন্দোলনে ব্যানার হাতে বসে পরেন। তিনি বলেন, বিষয়টি খুব সংবেদনশীল। গত দুইদিন থেকে শিক্ষার্থীরা এভাবে না খেয়ে বসে আছে। মূলত বিবেকের তাড়না থেকেই এখানে আসা। আমি তাদের দাবির সাথে একমত প্রকাশ করছি। কারণ দাবিটি যৌক্তিক। বিশ্ববিদ্যালয়ে যেহেতু ফলিত গণিত, ফলিত রসায়ন নামে বিভাগ রয়েছে তাহলে ফলিত পরিসংখ্যান হওয়া খুব কঠিন কিছু না। তারা তো এখানে অযোক্তিক দাবি করেনি। যে পাশ করিয়ে দিতে হবে বা নকল করার সুযোগ দিতে হবে। তারা শুধু নাম পরির্বতনের জন্য বলছে। তাদের পড়াশুনার সাথে পরিসংখ্যান বিভাগের আশি শতাংশ মিল রয়েছে তাহলে ফলিত পরিসংখ্যান হওয়াতে কোন বাধা দেখছি না। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এব্যাপারে দ্রুত পদক্ষেপ নিবে।

প্রসঙ্গত, পিএসসি’তে বিষয় কোড অন্তর্ভুক্তের দাবি জানিয়ে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ওই বিভাগের শিক্ষার্থীরা। তবে বর্তমানে বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবিতে আমরণ অনশন শুরু করেছে তারা।

আশিক ইসলাম, রাবি প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here