র‌্যাবের ভাড়া বাসার অবৈধ প্রাচীর উচ্ছেদে বাধা!

0
0

যশোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) ভাড়া বাসার অবৈধ প্রাচীর উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েন সড়ক ও জনপথ বিভাগের সিনিয়র সহকারী সচিব (সম্পত্তি ও আইন) অনিন্দিতা রায়।

বুধবার শহরের মুড়লি এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় তার সঙ্গে র‌্যাবের কয়েকজন সদস্য খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। অভিযানে মহাসড়কের দুইপাশের অবৈধ দোকান, বসতবাড়ি ও বিভিন্ন যানবাহনের গ্যারেজ উচ্ছেদ করা হয়।

এ প্রসঙ্গে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, সড়ক ও জনপথ বিভাগের স্টেট কর্মকর্তার নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হয়েছে। র‌্যাবের ভাড়া অফিসের একটি ওয়াল ভাঙা পড়েছে। র‌্যাবের ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সওজ কর্মকর্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, এমন অভিযোগ কেউ করেনি।

উচ্ছেদ অভিযান চলাকালে সড়ক ও জনপথ বিভাগ খুলনা জোনের স্টেট অফিসার সিনিয়র সহকারী সচিব অনিন্দিতা রায় সাংবাদিকদের বলেন, র‌্যাব সুশৃংখল বাহিনী। তাদের কাছে এমন আচরণ প্রত্যাশিত নয়। কয়েকজন র‌্যাব সদস্য আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন। তারা বলছেন, অবৈধভাবে উচ্ছেদ করেছি।

কিন্তু তাদের দাবি মোটেও সঠিক নয়। কারণ ভাড়া বাসায় র‌্যাবের অফিস রয়েছে। বাড়ির মালিক সড়ক ও জনপথ বিভাগের জায়গায় স্থাপনা নির্মাণ করেছে। সরকারের সিদ্ধান্তে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। এটাকে ব্যক্তিগতভাবে নেয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, যশোর শহরের পালবাড়ির মোড় থেকে মুড়লি মোড় পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নেয়া হয়েছে। দু’মাস আগে সড়কের পাশে অবৈধ দখলদারদের স্থাপনাসমূহ সরিয়ে নিতে লাল নোটিশ ও মার্কিং করা হয়। সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি নোটিশ দেয়া হয়।

নির্ধারিত সময় শেষে বুধবার সকাল থেকে অভিযান শুরু হয়। যশোর মনিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে মুড়লি মোড় পর্যন্ত ২ দশমিক ৯ কিলোমিটার এলাকায় ৫টি বুলডোজার দিয়ে একযোগে অভিযান চালানো হয়েছে। কিছু জমিতে কাগজপত্র জটিলতা থাকায় উচ্ছেদের বাইরে রাখা হয়েছে। কাগজপত্র দেখে সেগুলো আগামীকাল উচ্ছেদ করা হবে। চলমান উচ্ছেদ কার্যক্রমে পাঁচ শতাধিক দোকান, বসতবাড়ি ও অন্যান্য স্থাপনা ভাঙা পড়বে।

অভিযোগ প্রসঙ্গে জানতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়কের দাফতরিক মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও রিসিভ হয়নি।

জানা গেছে, ২০১৯ সালের ২৬ নভেম্বর একনেক সভায় যশোর পালবাড়ি-দড়াটানা-মনিহার-মুড়ালী জাতীয় মহাসড়কের মনিহার হতে মুড়ালী পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন হয়। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৩১ কোটি ১৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোর জেলা শহরে যানজট কমবে এবং নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here