যশোরে কবরস্থান খুড়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলিসহ পিতা-পূত্র আটক

0
0
যশোরে কবরস্থান খুড়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। একইসাথে অস্ত্র-গুলি হেফাজতে রাখার অভিযোগে আটক করা হয়েছে পিতা-পূত্রকে। শুক্রবার ভোরে যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামে অভিযোন চালিয়ে তাদের আটক ও অস্ত্র-গুলি উদ্ধার করা করা হয়।
আটককৃতরা হলো, সিরাজসিংহা গ্রামের আব্দুল হক গাজী (৭২) ও তার ছেলে আব্দুল হালিম গাজী (৪৫)।
যশোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন সিরাজসিংহা গ্রামের আব্দুল হক গাজী ও তার ছেলে হালিম গাজী অস্ত্র মজুদ করে রেখেছে। এখবরের ভিত্তিতে ভোর ৪টার দিকে তিনি কোতোয়ালী থানার ওসিসহ পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে যান।সিরাজ সিংগার বাড়ি থেকে পিতা-পূত্রকে আটক করেন। এরপর তাদের দেয়া তথ্য মতে বাড়ির পাশের  কবরস্থান থেকে মাটি খুড়ে একটি নাইনএমএম পিস্তল, একটি ৭.৬৫ বোরের পিস্তল, একটি ওয়ান শুট্যার গান, দুটি পাইপগান, ৩৭ রাউন্ড শর্টগানের সীসা বুলেট, ৫ রাউন্ড এসএমজির বুলেট, ৩০ রাউন্ড নাইনএমএমের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক পিতা-পূত্রের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার  হয়েছে। একইসাথে ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে জানতে তদন্ত অব্যাহত রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here