ময়মনসিংহে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ ।

0
0

ময়মনসিংহে বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের। ফুলে ফুলে ছেয়ে গেছে নগরের টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদী।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পু্ষ্পস্তবক অর্পণণের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনিক কর্মকর্ত্গণ রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

রাত ১২ টা ১ মিনিটে প্রথমে শহীদ মিনারে পু্ষ্পপস্তবক অর্পন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মণি, সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান প্রমুখ। শুক্রবার ভোর থেকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে গভীর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের। এছাড়াও দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সেচ্চায় রক্তদানসহ নানা কর্সমূচী পালিত হচ্ছে।

 

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here