লালমনিরহাটে ভেজাল গুড় তৈরির দায়ে জেল-জরিমানা

0
0

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আটা ও চিনির সাথে রং এবং কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করায় দায়ে কারিগর ও বাড়ির মালিককে আটক করে জেল-জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে ওই উপজেলার সারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনসুর আলীর বাড়িতে এ অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। কারাদণ্ডপ্রাপ্ত মাসুদ রানা কালীগঞ্জ উপজেলার উত্তর মুসরত মদাতি গ্রামের মোহাম্মদ আলী পঁচা শেখের ছেলে আর বাড়ির মালিক মনসুর উদ্দিন আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, বাড়ি ভাড়া নিয়ে একটি চক্র গুড় তৈরির প্রধান উপাদান আখ ছাড়াই আটা, চিনি, নালিগুড়, রঙ ও কেমিক্যাল মিশিয়ে গুড় তৈরি করে বাজারজাত করে আসছে। এমন গোপন খবরের ভিত্তিতে ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে আখ ছাড়াই গুড় তৈরিকালে হাতেনাতে কারিগর মাসুদ রানাকে আটক করেন।

তিনি আরো জানান, এ সময় গুড় তৈরির সরঞ্জাম আটা, চিনি, নালিগুড় ও কেমিক্যালসহ এক ট্রাক সরঞ্জাম জব্দ করা হয়। ভেজাল খাদ্যপণ্য তৈরির অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে কারিগর মাসুদ রানাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা এবং বাড়ির মালিক মনসুর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা সব সরঞ্জাম সিজার লিস্ট করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তৈরিকৃত শতাধিক টিন গুড় ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে কারখানা মালিকের বাড়ির ভাড়াটে রংপুর কোতোয়ালি থানার বালাপাড়া আক্তারুজ্জামানের ছেলে নুর মোহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here