করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশির চিকিৎসা দেবে সিঙ্গাপুর: ডা. ফ্লোরা

0
0

সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশির চিকিৎসার সব খরচ ও দায়-দায়িত্ব সিঙ্গাপুর সরকার বহন করবে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মহাখালীতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। এসময় তিনি এই মারণ ভাইরাসে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন।

ডা. ফ্লোরা বলেন, বর্তমানে গোটা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৫৫৪ জন। চীনের বাইরে বিশ্বের অন্তত ১২টি দেশে এ ভাইরাস সংক্রমিত হয়েছে। তবে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোনও দেশে এ ভাইরাস শনাক্ত হয়নি। এর আগে গত ৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের বেডোক পলিক্লিনিকের চিকিৎসকরা জানান, সেখানে কর্মরত এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে বাংলাদেশ হাইকমিশন নিরাপত্তার স্বার্থে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি।

এরইমধ্যে গতকাল সোমবার সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, আক্রান্ত বাংলাদেশিকে সার্বিক চিকিৎসা দিচ্ছে সিঙ্গাপুর সরকার। ওই ব্যক্তির সঙ্গে তার রুমে আরও ৮ জন থাকতেন। ওই ৮ জনকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। আর তিনি যে ডরমেটরিতে থাকতেন সেখানকার লোকদের কর্মস্থলে না গিয়ে কিছুদিন বাসাবাড়িতেই থাকতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here