লালমনিরহাটে শিক্ষার্থীদের কোচিং ও নিষিদ্ধ গাইড বই কিনতে বাধ্য করা হচ্ছে

0
0

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে পাঠ্যবইয়ের বাইরে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের নিষিদ্ধ গাইড বই কিনতে বাধ্য করা ও অতিরিক্ত ক্লাসের নামে অর্থের বিনিময়ে কোচিং করার অভিযোগ।

সোমবার সকাল সাড়ে নয়টায় সরেজমিনে ফুলগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায় সহকারি শিক্ষক লোকমান আলী ও হেলেনা আক্তার ছাড়া কোনো শিক্ষকই স্কুলে আসেননি। উপস্থিত নেই প্রধান শিক্ষক সামিউল ইসলাম জুয়েল।
সংশ্লিষ্ঠ শিক্ষকের অনুমতিক্রমে বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ক্লাশে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা ঝাড়ু নিয়ে ক্লাশরুম পরিস্কার করছেন। এসময় শিক্ষার্থীদের সাথে গাইড বই সম্পর্কে কথা বললে তারা বলেন আমাদেরকে হেড স্যার ইন্টারনেট প্রাথমিক সমাপনী স্পেশাল গাইড কিনতে বলেছেন, তাই আমরা সকলেই ইন্টারনেট গাইড কিনেছি।
বিদ্যালয় কর্তৃক জানা যায়, ১৯৩৩ সালে স্থাপিত এই ফুলগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩৩৯জন। তার মধ্যে ৬৭ জন শিক্ষার্থী পঞ্চম শ্রেনীর।
এছাড়াও ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে তিনি অর্থের বিনিময়ে অতিরিক্ত পাঠদানের নামে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করছেন। প্রতিদিন সকাল ৭টা থেকে পনে ৮টা পর্যন্ত ঐ বিদ্যালয়ে মাসিক ৩০০ টাকার বিনিময়ে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের এ কোচিং করানো হয়।

প্রত্যন্ত এই অঞ্চলের বেশিরভাগ মানুষই দিনমজুর। উচ্চমূল্যে গাইড কেনা ও মাসিক কোচিং ফি দেওয়া অনেক অবিভাবকেরই কষ্টসাধ্য। তবে সন্তানদের পড়াশুনা করার জন্য অনেকেই এই কষ্ট স্বিকার করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের শিক্ষক ও অবিভাবক জানান, প্রধান শিক্ষক নিয়মিত কোচিং করান এই বিষয়ে কোনো কথা বললেই তিনি চটে (রেগে) যান। তবে গাইড বইয়ের বিষয়ে কোনো শিক্ষক মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে প্রধান শিক্ষকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন এবং তার সাথে দেখা করে কথা বলতে বলেন।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার গোলাম নবী বলেন, গাইড বই ব্যাবহার করার কোনো বিধান নেই। শিক্ষার্থীদের গাইড বই ব্যাবহার করার বিষয়ে যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে। কোচিং করানোর বিষয়ে তিনি বলেন, অতিরিক্ত পাঠদান করাতে পারবে তবে কেউ অর্থের বিনিময়ে বিদ্যালয়ে কোচিং করালে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here